এই বয়সেও রিকশা চালিয়ে জীবন চলছে তাদের || jagonews24.com

2021-06-15 0

১০ বার বছর বয়সে বাবাকে হারানোর পর সংসারের দায়িত্ব কাঁধে পড়ে ভোলা সদর উপজেলার চর সেমাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মমতাজ সরদার বাড়ির আব্দুর রবের (৬৫)। তার বাবা আব্দুল মজিদ কৃষি শ্রমিক ছিলেন। তিনি কিছুই রেখে যেতে পারেননি। তখন মা ও ভাইবোন নিয়ে পাঁচ জনের সংসার। আব্দুর রব বড় ছেলে। তাই দুই বেলা দুমুঠো খাবার জোটানোর জন্য ওই বয়সেই আব্দুর রবকে কাজে নামতে হয়। কখন যে রিকশার চাকা আর প্যাডেলের সঙ্গে তার জীবন আটকে যায় তা তিনি নিজেও জানেন না।

আব্দুর রব জানার, তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। মেয়েরা চলে গেছে অন্যের সংসারে আর ছেলেরা স্ত্রী-সন্তান নিয়ে আলাদা হয়ে গেছে। এখন বুড়ো-বুড়ি দুজনের সংসার। শরীর আর আগের মতো ঠিক নেই। আগে প্যাডেলের রিকশা (বাংলা রিক্সা) চালাতেন। শরীরে আগের মতো জোর না পাওয়ায় গত তিন বছর আগে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যাটারিচালিত রিকশা কিনেছেন।

বিস্তারিত-https://bit.ly/2DMAubp

Free Traffic Exchange

Videos similaires